ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

নানামুখী তৎপরতার পরও কমছে না সড়ক দুর্ঘটনা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৭, ২৩ এপ্রিল ২০১৮ | আপডেট: ১০:৪৮, ২৩ এপ্রিল ২০১৮

রাস্তা সংস্কার, মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ এবং ট্রাফিক বিভাগের নানামুখী তৎপরতার পরও কমছে না সড়ক দুর্ঘটনা। বিশেষ করে উৎসবের সময় অনভিজ্ঞ চালক ও বেপরোয়া গতির গাড়ি ছিনিয়ে নিচ্ছে অসংখ্য প্রাণ। এ’সব মৃত্যুকে নিছক দুর্ঘটনা না বলে কারণ অনুসন্ধান করে ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।

যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ি, ২০১৬ সালে দেশে ৪ হাজার ৩শ’ ১২টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৬ হাজার ৫৫ জন। ২০১৭ তে দুর্ঘটনার সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৯শ’ ৭৯টি; নিহত হয়েছে ৭ হাজার ৩৯৭ জন। এক বছরের ব্যবধানে দুর্ঘটনা বেড়েছে ১৫ দশমিক ৫ শতাংশ।

দুর্ঘটনা কবলিত যানবাহনের মধ্যে আছে ১ হাজার ২৪৯টি বাস, ১ হাজার ৬৩৫টি ট্রাক ও কাভার্ড ভ্যান, ২৭৬টি হিউম্যান হলার, ২৬২টি ব্যক্তিগত গাড়ি, জিপ ও মাইক্রোবাস, ১ হাজার ৭৪টি অটোরিক্সা, ১ হাজার ৪৭৫টি মোটর সাইকেল, ৩২২টি ব্যাটারিচালিত রিকসা এবং ৮২৪টি নসিমন।

সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

দুর্ঘটনা কমাতে চেষ্টার কমতি নেই বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।

দূরপাল্লার গাড়ী এবং পথচারীদের রাস্তায় চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শও দিয়েছেন সংশ্লিষ্টরা।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি