ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিসে বোমা হামলার ১৬ বছর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪০, ১৬ জুন ২০১৭ | আপডেট: ১৭:০৪, ১৬ জুন ২০১৭

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিসে বোমা হামলার ১৬ বছর পেরোলেও এখনো ওই হত্যাকাণ্ডের বিচার হয়নি। এতদিনেও বিচার না পাওয়ায় ক্ষুব্ধ আহত নেতাকর্মী ও নিহতদের স্জনেরা। ২০০১ সালের ১৬ জুন নগরের চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে বোমা হামলায় ২০ জন নিহত হয়। আহত হন অর্ধশতাধিক নেতাকর্মী। 

২০০১ সালের ১৬ জুন চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে শামীম বোমা হামলায় প্রাণ হারায় ২০ জন। আহত হন অর্ধশতাধিক নেতাকর্মী।

ঘটনার পরদিনই শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বাদী হয়ে হত্যা এবং বিস্ফোরক আইনে পৃথক দু’টি মামলা করেন। এ ঘটনায় গ্রেফতার হয় চারদলীয় জোট সরকারের উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, ঢাকা সিটি কর্পোরেশনের কমিশনার আরিফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা শাহাদাতউল্লাহ জুয়েল, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ১০ জন। ২০১৪ সালে মুফতি হান্নানসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দখিল করা হয়। ১০২ জন স্বাক্ষীর মধ্যে বাদী ছাড়া আর কারো স্বাক্ষ্য গ্রহন সম্ভব না হওয়ায় বিচার নিয়ে সংশয় সৃষ্টি হয়।

মামলা দু’টি এখন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে বিচারাধীন রয়েছে। অক্টোবর থেকে প্রতি সপ্তাহে একদিন ধার্য্য করে দ্রুত বিচার নিস্পত্তি করা হবে জানান পাবলিক প্রসিকিউটর।
এদিকে দীর্ঘ ১৬ বছরে বিচার না পাওয়ায় ক্ষুব্ধ আহত নেতাকর্মী ও নিহতদের স্বজনেরা।
দ্রুত বিচার কাজ শেষ করার দাবিও তাদের।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি