ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

নিউইয়র্কে ২ বাংলাদেশি হামলার শিকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪০, ৩০ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২১:২১, ২ অক্টোবর ২০১৭

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে হামলার শিকার হয়েছেন দুই বাংলাদেশি প্রবাসী। গত ২৪ ঘণ্টার ব্যবধানে তাদের ওপর এ হামলার ঘটনা ঘটে। কুইন্সের বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকা এবং ব্রঙ্কসের ক্যাসেলহিলে ২৭ ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় তারা দুর্বৃত্তের কবলে পড়েন।

নিউ ইয়র্ক পুলিশ জানায়, সম্ভবত তারা ছিনতাইয়ের শিকার হয়েছিলেন। এটি জাতিগত বিদ্বেষমূলক কোনো হামলা নয়।

হামলায় শিকার হওয়াদের মধ্যে মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলমের (৭২) অবস্থা আশঙ্কাজনক। তাকে এলমহার্স্ট হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। আহত অপরজন হলেন খবির উদ্দিন ভূইয়া (৫৮)। তার আঘাত মারাত্মক না হওয়ায় চিকিৎসা নিয়ে তিনি বাসায় ফিরেছেন।

হামলায় খবিরউদ্দিনের কাছে থেকে কোনো কিছু না নিলেও শাহ আলমের মোবাইল ফোনটি কেড়ে নিয়েছে। এ ঘটানর পর প্রবাসী বাংলাদেশি নেতারা সন্ধ্যার পর নির্জন স্থান দিয়ে চলাচলে সতর্ক করে দিয়েছেন।

এ হামলার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার সন্ধ্যা নাগাদ কেউ গ্রেপ্তার না হলেও অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ।

মুক্তিযোদ্ধা শাহ আলমের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে। পাঁচ বছর আগে অভিবাসন মর্যাদায় তিনি যুক্তরাষ্ট্রে আসেন। আর খবির উদ্দিনের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়।

 

আর/টিকে

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি