ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

নির্বাচন নির্বিঘ্ন করতে আইনশৃংখলার বাহিনীর সঙ্গে মতবিনিময় (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৯, ২০ জুন ২০১৮

গাজীপুর সিটি নির্বাচন নির্বিঘ্ন করতে আইনশৃংখলার বাহিনীর সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হদা। এদিকে নির্বাচনে কারচুপি হলে কমিশন ও সরকারকে খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মেয়র প্রার্থী হাসানউদ্দিন সরকার। তবে কারচুপির আশংকা নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম।

গাজীপুর সিটি নির্বাচন ২৬ জুন। ভোটের সার্বিক পরিস্থিতির নিয়ে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃংখলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করে নির্বাচন কমিশন। এতে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। ভোট নির্বিঘœ করতে সব ধরনের প্রস্তুতি নেয়ার নির্দেশনা দেওয়া হয় এই সভায়।

এদিকে, ভোটারদের সমর্থন পেতে জোর প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। চলছে পাল্টাপাল্টি অভিযোগও।

বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার বাঙ্গাল গাছ এলাকায় গণসংযোগের সময় বলেন, ভোট সুষ্ঠু না হলে নির্বাচন কমিশনকে খেসারত দিতে হবে।

নগরীর গাজীপুরা এলাকায় পথসভা করেন আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম। এসময় সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষ ভূমিকা পালনের আহবান জানান তিনি। সেনা মোতায়েনের প্রয়োজন নেই বলে মত দেন জাহাঙ্গীর আলম।

জনগণ নৌকার পক্ষে আছে বলেও দাবি করেন আওয়ামী লীগের প্রার্থী।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি