ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সিইসির হুঁশিয়িারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৪, ১০ ডিসেম্বর ২০১৭

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটের সময় দায়িত্ব পালনে অবহেলা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের সাহায্য ও সহযোগিতার ওপর সুষ্ঠু নির্বাচন নির্ভর করে। সিইসি এ সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

 রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় সিইসি এসব কথা বলেন। তফসিল ঘোষিত পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ওই মতবিনিময় সভার আয়োজন করে ইসি।

নুরুল হুদা বলেন, ‘পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ভোটাররা যাতে নিরাপদে বাসায় যেতে পারে তার নিশ্চয়তা দিতে হবে। সব প্রার্থীকে সমান সুযোগ পাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। দায়িত্ব পালনে কেউ গাফিলতি করলে কঠোরভাবে দমন করা হবে। এই ব্যাপারে কমিশন কোনও আপোস করবে না।’

বর্তমান নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি। তিনি বলেছেন, ‘আপনাদের মাধ্যমে যে নির্বাচনগুলো হয়েছে তাতে আমরা খুব খুশি। আমাদের লক্ষ্য একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। আপনাদের কাছে আমরা সহযোগিতা প্রত্যাশা করি।’

সিইসি আরও বলেছেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের পর যতগুলো স্থানীয় ও জাতীয় নির্বাচন হয়েছে তার সবগুলোই অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে। আমরা আশা করি, ভবিষ্যতের নির্বাচনগুলোতে আমাদের অবস্থান আরও সুপ্রতিষ্ঠিত হবে।’

সভায় নির্বাচন কমিশনারা, আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বরত বিভিন্ন বাহিনীর প্রতিনিধি, ইসির ভারপ্রাপ্ত সচিব, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

একে//এসএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি