ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

‘নির্বাচন নিয়ে আর সংলাপ নয়’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১২, ১৩ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৮:২৭, ১৩ জানুয়ারি ২০১৮

একাদশ জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি সংলাপের দাবি করলেও এবার আর সংলাপ হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি আসবেই। এখন ধরেন বলার জন্য তারা সংলাপের কথা বলছে। সংলাপের চেষ্টা করে তো আমরা প্রত্যাখ্যাত হয়েছি। সেজন্য আর হয়তো সংলাপের উদ্যোগ নেই।
আজ দুপুরে রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত `নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা` শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
তোফায়েল আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সংবিধান অনুসারেই নির্বাচন হবে। সুতরাং আমরা আশা করি সবার অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ইনশা আল্লাহ বাংলাদেশে অনুষ্ঠিত হবে।
দেশের মানুষ এখন সচেতন, তাই যারা প্রকৃত দেশপ্রেমিক আগামী নির্বাচনে মানুষ তাদেরই নির্বাচিত করবে বলেও মন্তব্য করেন তোফায়েল আহমেদ।
/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি