ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত আরও পাঁচ সপ্তাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১২, ১ নভেম্বর ২০১৭

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার মেয়াদ আরও পাঁচ সপ্তাহ বাড়িয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এর ফলে আগামী ডিসেম্বর পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে মোবাইল কোর্ট পরিচালনায় বাধা থাকল না।

আজ বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার হাসান এম এস আজিম।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আমরা ৬ সপ্তাহ সময় চেয়েছিলাম আদালতের কাছে। পরে আদালত পাঁচ সপ্তাহ সময় মঞ্জুর করেছেন।

এর আগে ১১ মে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত আইন (মোবাইল কোর্ট অ্যাক্ট, ২০০৯) এর ১৪টি ধারা ও উপধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তা অবৈধ ঘোষণা করেন।

এছাড়া তিন রিটকারীর সাজা অবৈধ ঘোষণা করার পাশাপাশি তাদের জরিমানাও বাতিল করেন আদালত। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে।

 

/ আর / এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি