ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

নয় দফা দাবিতে সড়কে পাঁচ হাজার শিক্ষার্থী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪২, ১ আগস্ট ২০১৮ | আপডেট: ১৫:০৩, ১ আগস্ট ২০১৮

বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের জেরে ৯ দফা দাবিতে পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী সড়কে নেমে বিক্ষোভ করছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আবদুল্লাহপুর থেকে খিলক্ষেত পর্যন্ত বিক্ষোভ করছেন তারা।

বুধবার বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল করে মহাসড়ক অবরোধ করেন তারা। বিক্ষোভে সড়ক আটকে থাকায় পথচারী-অফিসমুখী যাত্রীদের ভোগান্তিও বেড়েছে।

এ সময় আমার ভাই মরল কেন, বিচার চাই বিচার চাই, হাস্যকর মন্ত্রীর পদত্যাগ চাই, আমার সোনার বাংলায় নিরাপদ সড়ক চাই, অপ্রাপ্তবয়স্ক চালককে না বলুন, ইত্যাদি স্লোগানে এলাকা মুখরিত করে রেখেছেন শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

উত্তরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার কামরুজ্জামান বলেন, শিক্ষার্থীরা মাটিতে বসে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। ফলে মহাসড়কে কোনও যানবাহন চলাচল করছে না। তবে এখনও কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি