ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

পছন্দের গানের স্বাদে জুস!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৫, ৮ আগস্ট ২০১৭ | আপডেট: ২০:০৫, ৯ আগস্ট ২০১৭

জাপানের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান নমুরা। তারা একটি  জুস মেকার  বানিয়েছে। গান শোনার সঙ্গে জুস খাওয়ার এক অপূর্ব মিশেল ঘটিয়েছে এই যন্ত্রে। ফল থেকে রস বের করার কত যন্ত্রই তো আছে। কিন্তু এটার মতো আর একটিও নেই। আপনার পছন্দের গানের সঙ্গে সামঞ্জস্য রেখে সেই রকম স্বাদের জুস বানিয়ে দেবে এই যন্ত্র!

প্রথমেই এই প্রশ্নটা মাথায় আসবে। তা হলো- এটা কাজ করবে কীভাবে? প্রথমে আপনি একটা গান পছন্দ করবেন। সেই গান পছন্দের নেপথ্যে আপনার মেজাজ-মর্জি বুঝে নিয়ে জুস বানাবে সে। কি অবাক কাণ্ড!

এর নাম দেওয়া হয়েছে `স্কুইজ মিউজিক`। দুঃখের গান পছন্দ করেছেন তো তেমন স্বাদেরই জুস বেরিয়ে আসবে মেশিন থেকে। আবার আনন্দের গানে পাবেন আনন্দের স্বাদ।

গান পছন্দ করার পর তার তরঙ্গ বিশ্লেষণ করবে কম্পিউটার। ওটা দুঃখের, নাকি সুখের, নাকি অন্য কোনো অনুভূতির- তা কম্পিউটারই বুঝে নেবে। 

দেখা গেছে, আনন্দের গান মিষ্টি জুস বানায়। দুঃখের গানে বেরিয়ে আসে তেতো জুস। রোমান্টিক গানে জুসের স্বাদ মেলে এমন কিছু যা পান করলে দেহটাতে কেমন যেন ভালো লাগা অনুভূতির সৃষ্টি হয়। আর আবেগপূর্ণ গানে বেরিয়ে আসে হালকা লবণের স্বাদ।

কেআই/ডব্লিউএন 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি