ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

পদত্যাগ নিয়ে অপপ্রচার না চালানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৬, ১৭ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৮:১৮, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে যাচ্ছেন এমন গুঞ্জনই শুনা যাচ্ছিল কয়েকদিন ধরে। প্রশ্নফাঁস এর অভিযোগ মাথায় নিয়ে সরে যাচ্ছেন তিনি। বিভিন্ন গণমাধ্যমে এমন সংবাদ প্রচার হচ্ছে। এ ধরনের অপপ্রচার না চালানোর জন্য আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, কিছু অনলাইন আমার পদত্যাগ করা নিয়ে নিউজ প্রকাশ করছে। পদত্যাগের ফাইল নাকি প্রধানমন্ত্রীর টেবিলে জমা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি সফর থেকে দেশে ফিরলেই আমি পদত্যাগ করতে যাব। এ ধরনের সংবাদের কোনো ভিত্তি নেই।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রীর এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমার পদত্যাগ করার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। কোনো অন্যায়কারীকে আমরা প্রশ্রয় দেই না। শক্তহাতে তা প্রতিরোধ করা হচ্ছে। আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য কিছু গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এসব বিভ্রান্তিমূলক সংবাদ থেকে বিরত থাকুন।  


এসি/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি