ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

পশ্চিমবঙ্গের কারাগারে ৬৩ শতাংশই বাংলাদেশি শিশু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪২, ২৪ জুলাই ২০১৭ | আপডেট: ১৬:৩২, ২৭ জুলাই ২০১৭

পশ্চিমবঙ্গের জেলে আটক শিশুদের মধ্যে ৬৩ শতাংশই বাংলাদেশি। কলকাতার ১৯টি জেলে ২৬২ জন শিশু বন্দি আছে যার মধ্যে ১৬৪ জনই বাংলাদেশি। আর মিয়ানমারেরও ১১ শিশু রয়েছে যাদের বয়স ২-৬ বছরের মধ্যে।

রাজ্যের শিশু অধিকার রক্ষা কমিশনের (ডব্লিউসিপিসিআর) কাছে দেওয়া প্রতিবেদন বলা হয়, ১৬৪ বাংলাদেশি শিশুর মধ্যে ৭২ জন কলকাতার দমদম পুনর্বাসন কেন্দ্রে রয়েছে। আর ৫০ জন রয়েছে মুর্শিদাবাদের বেরহামপুর কেন্দ্রীয় পুনর্বাসন কেন্দ্রে। এখানে শিশুরা পর্যাপ্ত পুষ্টি, চিকিৎসা ও শিক্ষার পাশাপাশি কোনো হয়রানির শিকার হচ্ছে না।

কারা কর্তৃপক্ষ সঠিক তথ্য দিয়েছে কিনা তা খতিয়ে দেখতে আগস্ট থেকে কমিশন ১৯টি জেল পরিদর্শন শুরু করবে। পশ্চিমবঙ্গের জেলে থাকা বাংলাদেশি শিশুসহ সবার জন্য শিক্ষা, চিকিৎসা ও পুষ্টি নিশ্চিত করতে চান তারা।

সূত্র: দ্য হিন্দু।

আর/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি