ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

পশ্চিমবঙ্গের বিশিষ্ট লেখক চিত্রা দেব আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৯, ২ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৯:৪৯, ৫ অক্টোবর ২০১৭

ভারতের পশ্চিমবঙ্গের বিশিষ্ট লেখক ও গবেষক চিত্রা দেব আর নেই। আজ সোমবার সকালে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। বেশ কিছুদিন ধরে চিত্রা দেব ক্যানসারে ভুগছিলেন।

চিত্রা দেব জন্মেছিলেন বিহারের পূর্ণিয়ায় ১৯৪৩ সালের ২৪ নভেম্বর। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলায় এমএ ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনের অধিকাংশ সময় আনন্দবাজার পত্রিকার গ্রন্থাগারের দায়িত্বে ছিলেন তিনি। সেখান থেকেই তাঁর মূল কর্মজীবন শুরু হয় এবং সেখান থেকেই তিনি অবসর নেন।

চিত্রা দেব অনেকগুলো বই লিখেছেন, অনুবাদ করেছেন ও সম্পাদনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে ‘ঠাকুরবাড়ির অন্দরমহল’, ‘ঠাকুরবাড়ির বাহির মহল’, ‘অন্তঃপুরের আত্মকথা’, ‘বুদ্ধদেব দেখতে কেমন ছিলেন’ ইত্যাদি। তিনি মুন্সী প্রেম চাঁদের ‘গো দান’ এবং ‘নির্মলা’র হিন্দি থেকে বাংলায় অনুবাদ করেন। সম্পাদনা করেন ‘সরলা বালা রচনা সমগ্র’। এ ছাড়া তিনি কবি চন্দ্রের মহাভারত, বিষ্ণুপুরী রামায়ণ হিন্দি থেকে বাংলায় অনুবাদ করেন।

সোমবার বিকেলে দক্ষিণ কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে চিত্রা দেবের শেষকৃত্য সম্পন্ন হয়।

ডব্লিউএন

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি