ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

পানিতেও চলবে জমিরের বাইসাইকেল (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১১, ১১ জুন ২০১৮ | আপডেট: ১৪:৫৮, ১১ জুন ২০১৮

বাইসাইকেল সড়কে তো চলেই, এবার চলছে পানিতেও। বিষ্ময়কর এই সাইকেল তৈরি করেছেন ফরিদপুরের তরুণ জমির হোসেন। সাইকেলটি তৈরিতে তার খরচ হয়েছে ১২ হাজার টাকার মতো। সহায়তা পেলে আরও নতুন কিছু আবিস্কার করতে পারবেন বলে জানান জমির।

পুকুরে চলছে সাইকেল। গতিবেগ ঘন্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার। 

পাড়ে দাঁড়িয়ে অবাক হয়ে দেখছেন উৎসুক মানুষ।

কিছু পরেই পুকুর থেকে উঠে সাইকেলটি চলছে সড়কে।

বিষ্ময়কর এ সাইকেল তৈরি করেছেন ফরিদপুরের জমির হোসেন। স্কুলের গণ্ডি পার হলেও অর্থের অভাবে কলেজ থেকেই ঝরে পড়েছেন মেধাবী এ তরুণ। তবে নতুন আবিস্কারের চিন্তা সবসময় ঘুরতে থাকে তার মাথায়।

জমির জানান, ছোটো নদী কিংবা খালের উপর সেতু না থাকলে এই সাইকেল দিয়ে চলাচল করা যাবে। পানি দিয়ে চলার জন্য পায়ে চালিত প্যাডেলের সাথে পেনিয়াম সেট করে পেছনে স্পিডবোটের আদলে লাগানো হয়েছে শক্তিশালী পাখা।

সহযোগিতা পেলে জমির আরো নতুন জিনিস তৈরী করতে পারবে বলে বিশ্বাস করেন স্থানীয়রা।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি