ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

পানিশূন্যতা কেন হয়?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫০, ৪ জুন ২০১৭ | আপডেট: ১২:৪৩, ৫ জুন ২০১৭

এই গরমে ডিহাইড্রেশন বা পানিশূন্যতা মারাত্মক ভাবে দেখা দিতে পারে। বিশেষ করে যারা ঘরের বাইরে কাজ করে থাকেন তাদের জন্য। অফিসে বা ঘরোয়া পরিবেশ কাজ করলেও পানিশুন্যতা দেখা দিতে পারে। যার ফলে অনেককেই হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়। কারণ অনেকেই জানেন না কী কারণে ডিহাইড্রেশন হয়। কিছু অভ্যাস বা খাবারগুলোর কারণে মারাত্মক ডিহাইড্রেশন হয়ে থাকে। চলুন তাহলে জেনে নেই কী কারণে এমন পানিশূন্যতা তৈরি হয়।

কম কার্বোহাইড্রেট গ্রহণ
ওজন কমানোর জন্য অনেকেই কম কার্বোহাইড্রেট গ্রহণ করে থাকেন। যদিও অনেকেই জানেন না যে এই স্বাস্থ্যকর ডায়েটের ফলেও হতে পারে ডিহাইড্রেশন। যদি আপনি কম কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার ও সবজি খান তাহলে তা আপনার শরীরের পানি কমিয়ে দিতে পারে। কারণ নিম্ন কার্বোহাইড্রেটের খাবারে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে। তাই যদি কার্বোহাইড্রেট খাওয়া কমিয়ে দেন তাহলে আপনার পানি গ্রহণের পরিমাণ বৃদ্ধি করতে হবে এটি স্মরণ রাখবেন।

হাই প্রোটিন ডায়েট
ডিহাইড্রেশনের আরেকটি কারণ হচ্ছে উচ্চমাত্রার প্রোটিনযুক্ত খাবার খাওয়া। তাই মনে রাখবেন ডিহাইড্রেশন এড়াতে আপনার কার্বোহাইড্রেট ও প্রোটিন গ্রহণের অনুপাত ঠিক রাখা উচিৎ। ঘন প্রোটিন ড্রিংক এড়িয়ে যাওয়া উচিৎ।

এনার্জি ড্রিংক
যারা নিয়মিত জিমনেশিয়ামে যান তাদের অনেকেই অনেক দামী এনার্জি ড্রিংক পান করে থাকেন। যাতে তাদের পারফর্মেন্সের উন্নতির জন্য এবং রিহাইড্রেট থাকার জন্য। যদিও এনার্জি ড্রিংক পান করলে ডিহাইড্রেশন হয়। এনার্জি ড্রিংকে প্রচুর চিনি থাকে যা আপনার অন্ত্রে অস্রাবণ চাপ সৃষ্টি করে এবং পানি কমায়। কখনো কখনো এটি অস্রাবণ ডায়রিয়া ও সৃষ্টি করতে পারে।
লেবুর রস
এর স্বাস্থ্য উপকারিতা অনেক হলেও যদি আপনি দৈনিক এই পানীয়টি বেশি পরিমাণে পান করেন তাহলে আপনার প্রস্রাবের পরিমাণ বৃদ্ধি পাবে। ঘন ঘন প্রস্রাবের ফলে ডিহাইড্রেশনের সমস্যা হতে পারে আপনার। তাই পরিমিত পরিমাণে পান করুন।

ডিপ ফ্রাইড ফুড
ভাজা পোড়া খাবার খেলে আপনার গলা শুষ্ক হয়ে যায় এবং তৃষ্ণা অনুভব করেন আপনি তাইনা? খুব বেশি ভাজা পোড়া খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী নয়। এছাড়াও মারাত্মক ডিহাইড্রেশনও সৃষ্টি করতে পারে এই অভ্যাসটি।

লবণাক্ত খাবার
উচ্চমাত্রার সোডিয়ামযুক্ত খাবার খেলে শরীরের পানির ভারসাম্য নষ্ট হয়। কারণ লবণ জলগ্রাহী প্রকৃতির শরীর থেকে পানি শোষণ করে নেয় এবং পানি ধরে রাখে ও পেটফাঁপার সমস্যা হয়।
কফি
আমরা প্রায়ই কফি পান করি এবং এর ও মূত্রবর্ধক প্রভাব আছে। মাত্রাতিরিক্ত কফি পান করলে আপনার তীব্র ডিহাইড্রেশন, মাথাব্যথা ও অন্যান্য উপসর্গ দেখা দিতে পারে। দৈনিক ১১০ মিলিগ্রামের বেশি কফি পান করা উচিৎ নয়।

সূত্র: দ্যা হেলথ সাইট।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি