ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ৪৪ যাত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৭, ২২ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১১:৩৮, ২২ ফেব্রুয়ারি ২০১৮

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে বাস দুর্ঘটনায় কমপক্ষে ৪৪ আরোহী নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ১০০ মিটার নিচে নদীতটে গড়িয়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

দেশটির দক্ষিণাঞ্চলীয় পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনা এ বছরের দ্বিতীয় সর্বোচ্চ সড়ক দুর্ঘটনা বলে জানা গেছে। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে বাসে আরোহী সবাই মারা গেছেন।

পেরু পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সেখানে ৪৪ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। পেরুর আরেকিপা অঞ্চলের গভর্নর ইয়ামিলা অসোরিয়ো এক টুইট বার্তায় নিহতদের সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে দেশটির উপকূলীয় এলাকায় বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪৫ জন নিহত হয়েছিলেন।

সূত্র: ইনডিপেনডেন্ট
এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি