ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

প্যারিসে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৯, ১২ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১১:৪১, ১২ ডিসেম্বর ২০১৭

ওয়ান প্ল্যানেট শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে ফ্রান্সের রাজধানী প্যারিসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সন্ধ্যা ৭টা ৪০মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেট এয়ারলাইন্সের ফ্লাইটটি প্যারিসের চার্লস দ্যাগল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে ইন্টারন্যাশনাল প্যারিস লি গ্রাভ (অপেরা)-এ নিয়ে যাওয়া হয়। এই সফরকালে তিনি এখানেই অবস্থান করবেন।

এর আগে সোমবার সকাল ১০টা ২০ মিনিটে প্যারিসের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। আজ মঙ্গলবার সন্ধ্যায় লা সেইন মিউজিক্যালে ওয়ান প্ল্যানেট সামিটের উচ্চপর্যায়ের এক বৈঠকে অংশ নেবেন তিনি। বুধবার সন্ধ্যায় প্যারিস ত্যাগ ও বৃহস্পতিবার বিকালে দেশে পৌঁছার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

 

//এমআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি