ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

প্রধান বিচারপতি নিয়োগ শুক্রবারই: আইনমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৮, ২ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:২০, ২ ফেব্রুয়ারি ২০১৮

রাষ্ট্রপতি নতুন প্রধান বিচারপতি পদে শুক্রবারই নিয়োগ দেবেন বলে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন। প্রধান বিচারপতি পদে নিয়োগের গুঞ্জনের মধ্যে শুক্রবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের জিজ্ঞাসায় বলেন, ‘আমার মনে হয় মহামান্য রাষ্ট্রপতি আজকেই কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের প্রধান বিচারপতির নাম ঘোষণা করবেন।’

প্রজ্ঞাপনটি কি শুক্রবারই হচ্ছে- জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘কিছুক্ষণের মধ্যে ঘোষণা পাবেন।’

নতুন প্রধান বিচারপতি পদে যাদের নাম শোনা যাচ্ছে, সেই বিষয়ে তিনি বলেন, ‘আমরা কোনো নাম প্রস্তাব করি নাই। আর এটা রাষ্ট্রপতির এখতিয়ার, এতে হাত দেওয়ার সাহস আমার নেই।’

নানা নাটকীয়তার মধ্যে বিচারপতি এস কে সিনহা গত নভেম্বরে পদত্যাগ করার পর থেকে বাংলাদেশের প্রধান বিচারপতির পদটি শূন্য।

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক মো. আবদুল ওয়াহহাব মিঞা বর্তমানে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি