ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

প্রবাসেও বিনম্র শ্রদ্ধায় শহীদ দিবস পালন [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৬, ২২ ফেব্রুয়ারি ২০১৮

বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাঙালীরা। কানাডা, ইতালি, দুবাই ও বাহরাইনসহ অন্যান্য দেশে বসবাসরত প্রবাসীরাও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে।

একুশে ফেব্রুয়ারিতে শহীদদের আত্মত্যাগ বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন কানাডায় বসবাসরত প্রবাসীরা। টরন্টো, মন্ট্রিয়লসহ কয়েকটি বড় শহরে মাতৃভাষা দিবসের কর্মসূচি পালন করা হয়।

মন্ট্রিয়লে বাঙ্গালীদের পাশাপাশি কর্মসূচিতে যোগ দেন কানাডা সরকারের হেরিটেজ মন্ত্রী মেলানি জোলি।

এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেন ইতালি প্রবাসীরা। একুশের প্রথম প্রহরে দেশটির বাংলাদেশ কনস্যুলেট জেনারেল রেজিনা আহমেদ শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়াও ১৭টি দেশের ভাষায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন দুবাই প্রবাসীরা। অস্থায়ী শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণসহ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

প্রভাত ফেরির আয়োজন করা হয় বাহরাইনে। দেশটিতে বাংলাদেশ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দূতাবাসের কর্মকর্তাসহ প্রবাসী বাঙালীরা।

 ভিডিও লিংক:

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি