ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

প্রশ্নফাঁস ঠেকাতে মোবাইল ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৮, ১১ ফেব্রুয়ারি ২০১৮

এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নফাঁস ঠেকাতে মোবাইল ইন্টারনেটের গতি সকালে এক ঘণ্টা কমিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। রোববার সকালে এ-সংক্রান্ত নির্দেশ দিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠানগুলোকে চিঠি পাঠিয়েছে।

বিটিআরসি সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ইন্টারনেটের গতি কম রাখতে বলা হয়েছে।

চলতি মাসের ১ তারিখ থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া প্রশ্ন ছড়িয়ে পড়ছে। আর খুব সহজেই তা মোবাইলের মাধ্যমে পেয়ে যাচ্ছে শিক্ষার্থীরা।

প্রথম দিনের বাংলা প্রথম পত্র থেকে শুরু করে গতকাল গণিতের প্রশ্নপত্রও ফাঁস হয়। এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার সন্দেহে গতকাল রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১৪ জনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, প্রথম দুদিনের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পর ব্যাপক সমালোচনার মুখে গত ৪ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় একটি আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করে। কিন্তু সেই কমিটি এখনও কাজ শুরু করেনি। ফাঁস হওয়া বিষয়ের পরীক্ষা বাতিল হবে কি না, তা এই কমিটির দেখার কথা।

একে// এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি