ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

প্রস্তাবিত বাজেট বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য পূর্ণ নয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৭, ১১ জুন ২০১৭ | আপডেট: ১৯:৪৬, ১১ জুন ২০১৭

২০১৭-১৮ বছরের প্রস্তাবিত বাজেট রাজনৈতিক ও অর্থনেতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য পূর্ণ নয় বলে মনে করে বিএনপি। বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে বিভিন্ন পন্যের উপর আরোপিত ১৫শতাংশ ভ্যাট, অতিরিক্ত কর ও ব্যাংকের আবগারি শুল্ক প্রত্যাহারেরও দাবি জানানো হয়। উন্নয়নের মহাসড়ক খানাখন্দে ভরা বলে মন্তব্য করেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাজেট নিয়ে দলের আনুষ্ঠানিক বক্তব্য জানাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন।
দলের মহাসচিব বলেন, প্রস্তাবিত বাজেট অনুন্নয়নের ধারা অব্যহত রাখা ছাড়া আর কিছুই দিতে পারবে না জাতিকে।
প্রস্তাবিত ১৫শতাংশ ভ্যাট দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্বোচ্চ বলে দাবি করেছে বিএনপি। উ্চ্চহারে ভ্যাটের কারণে জীবন যাত্রার ব্যায় বেড়ে সাধারণ মানুষ দুর্ভোগ বাড়বে বলে মনে করে দলটি। ভ্যাট, ব্যাংকের আবগারি শুল্ক ও বিভিন্ন ক্ষেত্রে কর কমানোর দাবি জানান বিএনপি মহাসচিব।
সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপি নেতারা বলেন, বাজেটে প্রকৃত আয় না বাড়িয়ে শুধু আকার বাড়ানো হয়েছে। কৃষি, বিনিয়োগ ,আবাসন , বিদ্যুত খাতের অন্নূয়নের চিত্রও তুলে ধরেন তারা।


 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি