ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

ফলাফলে এগিয়ে মেয়েরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৯, ২৩ জুলাই ২০১৭

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা ভালো করেছে। রোববার দুপুরে সচিবালয়ে ফলাফল প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে একথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মন্ত্রী বলেন, সব শিক্ষা বোর্ড মিলিয়ে মেয়েদের গড় পাসের হার ৭০ দশমিক ৪৩ শতাংশ। আর ছেলেদের পাসের হার ৬৭ দশমিক ৬১ শতাংশ।

এইচএসসিতে ছাত্রীদের ভাল করার ধারা অব্যাহত আছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, এবার পরীক্ষায় ছাত্ররা ছাত্রীদের চেয়ে বেশি অংশগ্রহণ করলেও পাসের হারে ছাত্রীরা এগিয়ে।

পরীক্ষায় মোট ৬ লাখ ২৪ হাজার ৭৭৫ জন ছাত্র ও ৫ লাখ ৩৮ হাজার ৫৯৫ জন ছাত্রী অংশ নিয়েছে। ছাত্রদের পাসের হার ৬৭ দশমিক ৬১ ও ছাত্রীদের পাসের হার ৭০ দশমিক ৪৩ শতাংশ। মেয়েরা দুই দশমিক ৮২ শতাংশ বেশি পাস করেছে।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি