ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

ফাঁকা হয়ে উঠেছে বন্দর নগরী চট্টগ্রাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩২, ২৩ জুন ২০১৭ | আপডেট: ১৮:১৭, ২৩ জুন ২০১৭

ফাঁকা হয়ে উঠেছে বন্দর নগরী চট্টগ্রাম। স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ফিরতে শুরু করেছে শেকড়ের টানে। সকাল থেকে চট্টগ্রাম রেল স্টেশনে ছিল ঘরমুখী মানুষের ভীড়। আছে ভোগান্তিও। এদিকে, ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ করতে বিশেষ ট্রেন চালু করেছে রেল কর্তৃপক্ষ। 

মহাসড়কের বিড়ম্বনা এড়িয়ে কিছুটা ঝামেলা মুক্ত ভাবে বাড়ি ফিরতে সকাল থেকে চট্টগ্রাম রেল স্টেশনে এই ভীড়। শেকড়ের টানে বাড়ি ফেরা এসব যাত্রীরা নির্ধারিত সময়ের আগেই অবস্থান নেন স্টেশনে।

স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরার আনন্দে খুশী ছোটরাও।

নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে যাওয়ায় যাত্রীরাও স্বস্তিতে। তবে টিকিট নিয়ে হয়রানির অভিযোগেও করেছেন কেউ কেউ।
চট্টগ্রাম থেকে চাঁন্দপুর পর্যন্ত দু’টি স্পেশাল ট্রেন চালুর কথা জানান রেল কর্মকর্তারা।

যাত্রী হয়রানি বন্ধসহ বিড়ম্বনা কমিয়ে নিরাপদে গন্তব্যে পৌছাতে পারাই এখন ঘরমুখী মানুষের প্রাণেনর দাবি।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি