ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

ফেরদৌসি প্রিয়ভাষিণীকে গার্ড অব অনার প্রদান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৮, ৮ মার্চ ২০১৮ | আপডেট: ১২:৩০, ৮ মার্চ ২০১৮

মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৮মার্চ) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে এই সম্মান দেওয়া হয়। সকাল ১১টা ১০ মিনিটে গার্ড অফ অনার দেওয়া হয়।

এর আগে সকাল পৌনে ১১টায় তার মহদেহ শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত হয়ে এই মুক্তিযোদ্ধাকে শেষ শ্রদ্ধা জানান।

মঙ্গলবার দুপুরে (৬ মার্চ) রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফেরদৌসী প্রিয়ভাষিণী মারা যান। ফেরদৌসী প্রিয়ভাষিণী কিডনি, ফুসফুসসহ কয়েকটি জটিল রোগে ভুগছিলেন।

এসি/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি