ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

ফেসবুক আনছে ৪কে ভিডিও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১১, ২৬ অক্টোবর ২০১৭ | আপডেট: ১১:১২, ২৬ অক্টোবর ২০১৭

ফেসবুকে ৪কে ভিডিও আনতে চলছে পরীক্ষা-নিরিক্ষা। গত বছর ফেসবুকে বেশ কিছু ভিডিও ফিচার চালু হলেও এবার এতে যোগ হচ্ছে ৪কে ভিডিও

ফেসবুক দর্শকদের জন্য ২১৬০পি ইউএইচডি-১ স্ট্যান্ডার্ডের ভিডিও পরীক্ষা চালাচ্ছে ফেসবুক। এর মাধ্যমে আল্ট্রা-হাই-রেজুলিউশন ভিডিও আপলোড করা যাবে। এর পাশাপাশি কিছু ফেইসবুক পেইজ ও প্রোফাইলে ৪কে ভিডিও দেখা যাবে।

২০১০ সাল থেকে ইউটিউব বিনামূল্যে ভিডিও হোস্টিং প্ল্যাটফর্ম ৪কে ভিডিও নিয়ে কাজ করছে। ২০১৬ সাল থেকে সরাসরি ৪কে ভিডিও সম্প্রচারের সুবিধাও আনে গুগলের এই প্রতিষ্ঠানটি।

ফেসবুকে সরাসরি ৩৬০ ডিগ্রি ভিডিওতে ৪কে রেজুলিউশন সমর্থন করে। ওয়াচ ট্যাবে কয়েকটি মূল অনুষ্ঠান আনার মাধ্যমে ফেসবুক উন্নত রেজুল্যুশনের এই ভিডিও সেবা নিয়ে এলো।

সূত্র: টেকক্রাঞ্চ।

 

/ আর / এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি