ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

ফেসবুক ডিজাইনে পরিবর্তন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১২, ২০ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:৪০, ২১ আগস্ট ২০১৭

 

 

ফেসবুকের ডিজাইনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা আগের চেয়ে আরও সহজে সাইটটি ব্যবহার করতে পারছেন। নতুন ডিজাইন অনুযায়ী সবচেয়ে বড় পরিবর্তনটি এসেছে কমেন্ট সেকশনে।

এখন থেকে যেকোন পোস্টের কমেন্টে ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে ধূসর রং। ফলে কারা কমেন্ট করছেন সেটা সহজে চিহ্নিত করা যাবে। এছাড়া আগে প্রোফাইল পিকচার চারকোণা বক্সের মধ্যে দেখালেও এবার থেকে দেখা যাবে বৃত্তের মধ্যে। পাশাপাশি লাইক, কমেন্ট এবং শেয়ার অপশনগুলোতেও এসেছে কিছুটা পরিবর্তন।

সব মিলিয়ে গ্রাহকরা ফেসবুক ব্যবহার করে যেন আগের চেয়ে বেশি আনন্দ পান সে কারণেই পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে ফেসবুক । এ সম্পর্কে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ফেসবুকে আরও বেশি প্রাণবন্ত ও অভিব্যক্তিপূর্ণ কথোপকথন চালাতে মানুষকে সাহায্য করা হচ্ছে। এ ক্ষেত্রে কমেন্ট বা মন্তব্য করার বিষয়টি গুরুত্বপূর্ণ। কমেন্ট করার ধরনটি হালনাগাদ করা হয়েছে। ফলে আগের চেয়ে সহজ হয়ে উঠেছে ফেসবুক ।

সূত্র: দ্য ভার্জ

কেআই/টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি