ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

ফোসকা দূর করুন ৫ উপায়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২১, ২১ জুলাই ২০১৮

রান্নাঘরে রাঁধতে গিয়ে হাতে কিংবা নতুন জুতো পরার কারণে পায়ে ফোসকা পড়ে যায়। অথবা অতিরিক্ত গরমেও শরীরের যে কোন জায়গায় ফোসকা পড়ে। ফোসকা পড়লে শরীরে খুব জ্বালাপোড়া করে। তাই ফোসকা পড়ার সঙ্গে সঙ্গে ঘরোয়া উপায়ে এর জ্বালাপোড়া কমাতে পারেন।

১) লবণ পানি

ঠাণ্ডা পানিতে লবণ দিয়ে যে জায়গায় ফোসকা পড়েছে সেই জায়গা ভিজিয়ে রাখুন ১৫-২০ মিনিট। এতে জ্বালা কমবে এবং ফোসকার ফুলে ওঠাও অনেকটা কমে যাবে৷

২) টুথপেস্ট

এই সমাধানটির কথা সকলেই জানেন। খুব সহজ ঘরোয়া সমাধানের মধ্যে অন্যতম হচ্ছে টুথপেস্টের ব্যবহার। ফোসকা পড়া স্থানে যতো দ্রুত সম্ভব টুথপেস্ট লাগিয়ে নিন। এতে করে ফুলে উঠা এবং ফোসকার ভেতরের পানি খুব সহজেই কমে যাবে এবং এতে জ্বালাও কমবে৷

৩) ডিম

ফোসকা পড়া স্থানে দ্রুত ডিমের সাদা অংশ লাগিয়ে নিলে ফোসকার সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। অনেক সময় দ্রুত ডিমের ব্যবহারে চামড়ায় ফোসকাই পড়ে না।

৪) ডিওডোরেন্ট

ফোসকা পড়ার সমস্যার আরেকটি সহজ সমাধান হচ্ছে ডিওডোরেন্টের ব্যবহার। স্প্রে ডিওডোরেন্ট নয় ডিও রোল অন ধরণের ডিওডরেন্ট ফোসকার উপরে লাগিয়ে নিলে অনেকটা উপশম হয়৷

৫) গ্রিন টি ও ব্ল্যাক টি

গ্রিন টির অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান খুব দ্রুত ফোলা কমাতে এবং প্রদাহ বন্ধ করতে সহায়তা করে। যদি হাতের কাছে গ্রিন-টি না থাকে তাহলে ব্ল্যাক-টি দিয়েও কাজ চালানো যায়৷ এতেও ভালো ফল পাওয়া যায়।

সূত্র : জিনিউজ।

কেএনইউ/ এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি