ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪

ফ্রান্সের পপ সম্রাট জন আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৫, ৬ ডিসেম্বর ২০১৭

ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় সংগীত শিল্পী জন রকস্টার আর নেই। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে স্থানীয় একটি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

ফ্রান্সের শতাধিকেরও বেশি চলচ্চিত্রে গান গেয়েছেন জনপ্রিয় এই পপতারকা। শুধু তাই নয়, তাঁর গাওয়া অ্যালবাম ১০০ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম।

তাঁর মৃত্যুতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো শোক জানিয়েছেন। এক শোকবার্তায় ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, জনি আমাদের সবার মধ্যে বেঁচে থাকবেন। প্রজন্মের পর প্রজন্মের মধ্য দিয়ে সে নিজেকে ফ্রান্সের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তাঁর কনসার্টে মানুষ বিমোহিত হতো।

ফ্রান্সের নাগরিকরা তাকে ‘আমাদের জনি’ বলে ডাকে। এক বিবৃতিতে তাঁর স্ত্রী লেটিশিয়া জানান, জনি হলিডে আর আমাদের মধ্যে নেই। আমি এই শব্দগুলি লিখছি, কিন্তু বিশ্বাস করতে পারছি না। কিন্তু এটা সত্য, আমার মানুষটি আর আমাদের মধ্যে নেই। গত রাতে সে আমাদের ছেড়ে চলে গেছে।

সূত্র: এএফপি

এমজে / এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি