ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

বন্যায় ডুবছে ঢাকার পার্শ্ববর্তী উপজেলাগুলোর নিন্মাঞ্চল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৬, ১৬ আগস্ট ২০১৭ | আপডেট: ১৭:০২, ১৬ আগস্ট ২০১৭

পদ্মা নদীর পানি বিপদসীমার ৫২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ডুবতে শুরু করেছে ঢাকার পার্শ্ববর্তী দোহার ও নবাবগঞ্জ উপজেলার নিন্মাঞ্চল। 

জানা গেছে, গত সোমবার বিকেল থেকে দোহারের বিলাসপুর, সুতারপাড়া, মাহমুদপুর, নারিশা, নয়াবাড়ি ও নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় বন্যার পানি ঢুকতে শুরু করে। এতে প্লাবিত হয়েছে শত শত বাড়ি-ঘর। দোহারের মধুরচর ও বিলাসপুর এলাকার বেশ কয়েকটি রাস্তাঘাটও পানিতে তলিয়ে গেছে, বন্ধ রয়েছে ওই সড়কগুলোতে যান চলাচল।

এদিকে পদ্মার পানির তীব্র স্রোতে মঙ্গলবার রাতে ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নে চলমান পদ্মা বাঁধ প্রকল্পের চারটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। রাতে ভাঙনের সৃষ্টি হলে স্থানীয়রা বালুর বস্তা ফেলে তা প্রতিরোধের চেষ্টা করে। এর মধ্যে দুটি পয়েন্টে বাধের উপর দিয়ে পানি অপর পাশে ঢুকতে শুরু করেছে। এ অবস্থায় আতঙ্ক বিরাজ করছে নদীপারের বাসিন্দারের মাঝে।  এ ছাড়া নবাবগঞ্জের কাশিয়াখালী বেরিবাধের বেশ কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে।

আর/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি