ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে নিয়োগ পাবে ১৫৬ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৯, ১৭ জুন ২০১৭ | আপডেট: ১৩:২৮, ১৮ জুন ২০১৭

নতুন জনবল নিয়োগের জন্য পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন। আট ধররেন পদে মোট ১৫৬ জন প্রকৃত বাংলাদেশি নাগরিককে এ নিয়োগ প্রদান করা হবে।

পদসমূহ:

সহকারী ব্যবস্থাপক- প্রশাসন (নবম গ্রেড) পদে ২৮ জন, নিরাপত্তা কর্মকর্তা বা ফায়ার অ্যান্ড সেফটি অফিসার (নবম গ্রেড) চারজন, হিসাব, অর্থ বা নিরীক্ষা কর্মকর্তা (নবম গ্রেড) ৩০ জন, সহকারী ব্যবস্থাপক- বাণিজ্যিক (নবম গ্রেড) পদে ২৫ জন, সহকারী রসায়নবিদ (নবম গ্রেড) ১৮ জন, উপসহকারী রসায়নবিদ (দশম গ্রেড) ২২ জন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা (দশম গ্রেড) ১৭ জন, সহকারী হিসাব, অর্থ বা নিরীক্ষা কর্মকর্তা (দশম গ্রেড) ১২ জনসহ মোট ১৫৬ জন প্রার্থী এই নিয়োগ পাবেন।

যোগ্যতা:

পদমর্যাদা অনুযায়ী প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাস থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এ ছাড়া বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন মেয়াদে অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে প্রার্থীদের।

বয়স:

প্রার্থীদের বয়স ১৪ জুন, ২০১৭ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটাধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এ ছাড়া নিরাপত্তা কর্মকর্তা বা ফায়ার অ্যান্ড সেফটি অফিসার পদে আবেদনকারীর বয়স হতে হবে ৩২ বছর। তবে উক্ত পদে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স ৩৭ বছর পর্যন্ত শিথিল করা হবে।

বেতন

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী প্রথম শ্রেণির কর্মকর্তাদের নবম গ্রেডে এবংদ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের দশম গ্রেডে বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে আবেদন ফরম পূরণ করে আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের নিয়মাবলি পাওয়া যাবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ  করপোরেশনের ওয়েবসাইটে (www.bcic.gov.bd)। আবেদন করার সুযোগ থাকছে ৬ জুলাই, ২০১৭ পর্যন্ত।

বিস্তারিত জানতে ১৪ জুন, ২০১৭ দৈনিক যুগান্তর প্রত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিত দেখুন:

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি