ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

বাংলাদেশ-মিয়ানমার স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক চলছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৪, ১৬ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৬:৪৭, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসেছেন সফররত মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল কিউ সি। শুক্রবার বিকাল ৩টায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
এ বৈঠকে রোহিঙ্গা ইস্যুসহ ইয়াবার চোরাচালান বন্ধ এবং সীমান্তে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে সহযোগিতার বিষয়টি প্রাধান্য পাবে বলে জানা গেছে। বৈঠকে উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।
এছাড়াও রোহিঙ্গারা মিয়ানমার ফিরে গেলে তাদের নিরাপত্তার কী হবে- স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়টিও তুলে ধরা হবে বলে জানান পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী পৌনে ৩টার দিকে মন্ত্রণালয়ের আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তাকে গার্ড অব অনার জানানো হয়। পরে বৈঠক শুরু হয়।
এর আগে বৃহস্পতিবার দুপুরে মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল কিউ সি থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি