ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

বাগেরহাটে ৩ শতাধিক বাড়িঘর প্লাবিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩০, ১৫ আগস্ট ২০১৮

বাগেরহাটে সড়ক উপচে অস্বাভাবিক জোয়ারের পানিতে তিনটি গ্রামের অন্তত তিন শতাধিক বাড়িঘর প্লাবিত হয়েছে।

গত চারদিন ধরে পুরাতন বাগেরহাট-খুলনা সড়কের যাত্রাপুর ইউনিয়নের রহিমাবাদ গ্রামের রাস্তা জোয়ারের পানি উপচে গ্রামগুলো প্লাবিত হয়। এছাড়া জোয়ারের পানিতে ওইসব এলাকার মাছের ঘের, বাগান ও বাড়িঘর তলিয়ে যাচ্ছে। ভোগান্তিতে পড়েছে কয়েক হাজার মানুষ। জোয়ারের পানিতে ভেসে নিখোঁজ হয় হাবিবা নামে এক শিক্ষার্থী। এদিকে জোয়ারের পানি আটকাতে প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেয়া হচ্ছেনা বলে অভিযোগ গ্রামবাসীর।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি