ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

বাজেট বাড়লে সেবাও বাড়ে: মুহিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৫, ২২ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ০৯:০২, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাজেটের আকার যদি বড় হয় তাহলে সরকারি সেবারও সম্প্রসারণ ঘটে।

বৃহস্পতিবার বেসিস সফটএক্সপো উদ্বোধনে গিয়ে অর্থমন্ত্রী বড় বাজেটের পক্ষে কথা বলতে গিয়ে এ কথা বলেন।

আবদুল মুহিত বলেন, `আপনারা গত কয়েক বছরে নিশ্চয় দেখতে পেয়েছেন, বাজেটের আকার বড় হলে পরে কীভাবে সরকার বিভিন্ন রকমের সেবা মানুষকে দিতে পারে। এসব সেবা মানবসম্পদের উন্নয়ন করে। ব্যক্তিগতভাবে প্রত্যেকেই তাতে সুযোগ পান। ব্যক্তিগতভাবে সকলেই কিছু না কিছু একটা পায়।’

তিনি বলেন, আমি যথেষ্ট চেষ্টা করেছি বাজেটের আয়তন বাড়াতে। আমাদের জাতীয় সম্পদ যথেষ্ট বেড়েছে, কিন্তু সে অনুপাতে ট্যাক্স বাড়েনি। গত কয়েক বছরে এটাকে (ট্যাক্স জিডিপি অনুপাত) আমরা ৯ শতাংশ থেকে ১২ শতাংশের মতো নিয়ে যেতে পেরেছি। এই হার নেপালের চেয়েও কম। এটা আমাদের জন্য লজ্জার।’

ট্যাক্স-জিডিপি অনুপাতে ২০ শতাংশে নিতে সবাইকে কর দিয়ে আরও ত্যাগ স্বীকারের আহ্বান জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘এই অংশগ্রহণ ও ত্যাগ স্বীকার দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য, অন্য কোনো কারণে নয়।’

সফটওয়্যার খাতেরও উন্নতির দিকটি তুলে ধরে এই খাতকে আরও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আমি জানতে পেরেছি এটা (রপ্তানি) এখন ৭০০/৮০০ মিলিয়নের (ডলারের) মতো হয়েছে। আমার মনে হয় আরও দুই তিন বছরের মধ্যে তারা ওয়ান বিলিয়নে পৌঁছতে পারবে।’

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। বক্তব্য রাখেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর এবং সফটএক্সপোর আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল।


এসি/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি