ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

বাদশাহর আদেশে গ্রেফতার হলেন এক সৌদি প্রিন্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০১, ২০ জুলাই ২০১৭ | আপডেট: ১২:২২, ২১ জুলাই ২০১৭

কয়েকজনকে শারীরিক ও মৌখিকভাবে নিপীড়ন করার দায়ে সৌদি রাজপরিবারের একজন তরুণ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। নিপীড়নের ভিডিওচিত্র দেখে সৌদি বাদশার নির্দেশে ওই প্রিন্সকে গ্রেফতার করা হয়।

ভিডিওটি অনলাইনে ভাইরাল হয়ে গেলে বাদশাহ সালমান তাকে গ্রেফতারের নির্দেশ দেন। ভিডিওটি ইতোমধ্যেই পুরো আরব বিশ্বে ছড়িয়ে পড়েছে।

এদিকে সৌদি প্রিন্সকে গ্রেফতারের ভিডিও ফাঁস হয়ে সেটিও অনলাইনে ভাইরাল হয়ে গেছে।

দেশটির একটি অনলাইন পত্রিকায় ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায় - আটক হওয়া প্রিন্সের লম্বা কালো চুল রয়েছে এবং এসময় তিনি কালো রংয়ের টি-শার্ট পরিহিত ছিলেন।

যে কোনো ব্যক্তিকে কোনো ধরনের নিপীড়ন বন্ধ করতে বাদশাহ সালমানের আদেশে জোর দেওয়া হয়েছে।

সূত্র : বিবিসি বাংলা।

ডব্লিউএন


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি