ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

বারী সিদ্দিকীর কালজয়ী কিছু গান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৯, ২৪ নভেম্বর ২০১৭

‘ … সুয়া চান পাখি আমার, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি- এমন বহু কালজয়ী গানের গায়ক, প্রখ্যাত সংগীত শিল্পী, গীতিকার ও বংশীবাদক বারী সিদ্দিকী আর নেই। বৃহস্পতিবার রাত দুইটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে, সাড়ে ১০টায় বাংলাদেশ টেলিভিশনে এবং বাদ আসর নেত্রকোনা সরকারি কলেজ মাঠে তৃতীয় জানাযা শেষে তার নিজ গ্রাম কালিগ্রামের চল্লিশা বাজারের নিজের গড়া ‘বাঊল বাড়িতে দাফন করা হবে এ গুণী শিল্পীকে।

 

তাঁর কিছু জনপ্রিয় গান :

‘সুয়াচান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি’

 

‘পুবালি বাতাসে’

 

‘আমার গায়ে যত দুঃখ সয়’

 

‘ওলো ভাবিজান নাউ বাওয়া’

 

‘মানুষ ধরো মানুষ ভজো’

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি