ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

বিএনপির ওপর মানুষের আস্থা নেই, জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৭, ১১ জুন ২০১৭ | আপডেট: ১৫:৩৪, ১১ জুন ২০১৭

নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চায় বলেই, লুটেরা বিএনপির ওপর মানুষের আস্থা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নের সুফল ধরে রাখতে আগামী নির্বাচনেও জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবসে দলের নেতাকর্মীরা গণভবনে শুভেচ্ছা জানাতে গেলে তিনি এ’সব কথা বলেন।
ওয়ান ইলেভেনের সময় দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন বিশেষ কারাগার থেকে মুক্তি পান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
মুক্তির দিনটি উদযাপনে দলীয় নেতাকর্মীরা গণভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে।
এ’সময় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি দলের তৃণমূলের নেতাকর্মীদের প্রশংসা করে বলেন, জাতির সংকটকালীন সময়ে তৃণমূলের রাজনৈতিক অবদান অনেক।
যারা নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য ক্ষমতায় বসতে চায়, সেই লুটেরা বিএনপির ওপর মানুষের আস্থা নেই বলে মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে- এমন আশা প্রকাশ করেন তিনি।
২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রগুলোর কাতারে নিতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি