ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

বিটকয়েনের দাম কমেছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৩, ১২ জুন ২০১৮

প্রতি বিটকয়েনের মূল্য ২০ হাজার ডলার ছাড়িয়েছিলো গত বছর। কিন্তু এখন এর মূল্য ৭ খেকে ৮ হাজার ডলারের আশপাশে ঘোরাফেরা করছে।

বিটকয়েনের মূল্য সর্বোচ্চ থেকে অর্ধেকেরও নিচে যাওয়ার এ নিম্নগতি অনেকদিন ধরেই চলছে। প্রতি দিন ১ থেকে ৫ শতাংশ করে কমছে দাম।

তবে বিটকয়েনের মূল্য গত বছর এসময় যা ছিল তার চেয়ে দেড়গুণ বাড়তিই রয়েছে এখনও। ২০১৭ সালের এ সময় বিটকয়েনের মূল্য ছিল ২ হাজার ৮০০ ডলার। আর এখন চলতি বাজারে বিটকয়েনের মূল্য ৭ হাজার ২০০ ডলার।

তাই বিটকয়েনের মূল্য অলাভজনক পর্যায় নেমে না যাওয়ায়, মাইনিং করার উৎসাহে ভাটা পড়ার চিহ্ন নেই। বিশেষ করে বিশ্বের যে সব দেশে বা এলাকায় বিদ্যুতের মূল্য কম, সে সব স্থানে বিটকয়েন মাইনিং কোম্পানি খোলার হিড়িক এখনও চলছে।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি