ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

বিদেশ থেকে ব্যাগেজে আনা যাবে ৮টি হ্যান্ডসেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২০, ১৪ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২০:২২, ১৪ ডিসেম্বর ২০১৭

বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়া ব্যক্তিগত ব্যবহারের জন্য বিদেশ থেকে ব্যাগেজে করে এখন ৮টি হ্যান্ডসেট আনা যাবে। বিটিআরসি থেকে পাঠানো এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে। ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে এটি বাস্তবায়ন শুরু হবে।

এর আগে সর্বোচ্চ ৫টি মোবাইল ফোন আনার নিয়ম ছিল। তবে যাত্রীদের সুবিধার জন্যই এর সংখ্যা বাড়ানো হয়েছে।

বিটিআরসি স্পেকট্রাম বিভাগ পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সুফি মোহাম্মদ মঈনউদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সম্প্রতি শুল্ক ও গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহা-পরিচালককেও পাঠানো হয়েছে।

বিটিআরসির এই সিদ্ধান্তের ফলে প্রত্যেক যাত্রী প্রতিটি বোর্ডিং পাস বা সংশ্লিষ্ট ভ্রমণ দলিলের বিপরীতে ৮টি মোবাইল হ্যান্ডসেট বিটিআরসি’র অনাপত্তিপত্র ছাড়া খালাস করতে পারবেন। তবে এ মোবাইল হ্যান্ডসেটের মধ্যে সর্বোচ্চ দুটি বিনাশুল্কে এবং বাকিগুলোর শুল্কায়নে কাষ্টমস কর্তৃপক্ষের সংশ্লিষ্ট আইন বা বিধি প্রযোজ্য হবে।

আটটির বেশি মোবাইল হ্যান্ডসেট আমদানির ক্ষেত্রে আমদানির তারিখ থেকে এক বছরের মধ্যে বিটিআরসি থেকে ‘ভেন্ডর এনলিস্টমেন্ট সার্টিফিকেট’ নিয়ে খালাস করা যাবে।

 

/ডিডি/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি