ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

বিভিন্ন প্রতিষ্ঠানকে বিএসটিআই’র ৬০হাজার টাকা জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৭, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

অনুমোদনহীন ঢেউ টিন পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণ করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)। অনুমোদহীন অথবা অবৈধভাবে বিএসটিআই’র মান চিহ্ন ব্যবহার করার জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। জরিমানা থেকে আদায়কৃত মোট অর্থের পরিমাণ ৬০ হাজার টাকা।

আজ বুধবার সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহসীনা নাসরিনের নেতৃত্বে পরিচালিত হয় এ ভ্রাম্যমাণ আদালত। এতে সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ানের ১১নং ব্যাটালিয়ান। এসময় বিএসটিআই অর্ডিন্যান্স, ১৯৮৫ ও বিএসটিআই এ্যামেন্ডমেন্ট এ্যাক্ট’ ২০০৩ এর ২৪ ও ৩১(এ) ধারা লংঘনের দায়ে সর্বমোট ৬০,০০০.০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত

বিএসটিআই এক সংবাদ বিজ্ঞপতিতে জানায়, জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হল রাজধানীর নয়াবাজার এলাকায় অবস্থিত ঢাকা ট্রেডার্স, আইয়ুব এন্ড ব্রাদার্স, আল-আমিন ট্রেডিং, শাহীন এন্ড ব্রাদার্স এবং তাহসীন এন্টারপ্রাইজ। 

ঐ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে, এ অভিযান অব্যাহত থাকবে।

টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি