ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

বিশ্বকাপের টিকিট পেল আইসল্যান্ড-সার্বিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৪, ১০ অক্টোবর ২০১৭

প্রথমবারের মত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে গত বছরের ইউরো চ্যাম্পিয়নশিপে চমক দেখানো আইসল্যান্ড।  সার্বিয়াও নিশ্চিত করেছে রাশিয়া বিশ্বকাপের টিকিট।

সোমবার বাছাইপর্বের শেষ রাউন্ডে কসোভোকে ২-০ গোলে হারিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে আইসল্যান্ড। ১০ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে আইসল্যান্ডের পয়েন্ট ২২। গত বছর ইউরো চ্যাম্পিয়নশিপে অভিষেকেই কোয়ার্টার-ফাইনালে উঠে ইতিহাস গড়েছিল দলটি।

‘ডি’ গ্রুপে জর্জিয়াকে ১-০ গোলে হারিয়ে সরাসরি রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিয়েছে সার্বিয়া। ছয় জয় ও তিন ড্রয়ে তাদের পয়েন্ট ২১।

অপর ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ রানারআপ হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া।

এদিকে গ্যারেথ বেলের ওয়েলসকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে রিপাবলিক অব আয়ারল্যান্ড। ফলে রাশিয়া বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হচ্ছে বেলকে।

‘জি’ গ্রুপ থেকে আগেই বিশ্বকাপে উঠে যাওয়া স্পেন শেষ ম্যাচে ইসরায়েলকে ১-০ গোলে হারিয়েছে। নয় জয় ও এক ড্রয়ে ২০১০ বিশ্বকাপ জয়ীদের পয়েন্ট ২৮।

 

অন্য ম্যাচে আলবেনিয়াকে একমাত্র গোলে হারিয়েছে গ্রুপ রানারআপ ইতালি। সাত জয় ও দুই ড্রয়ে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পয়েন্ট ২৩।

ইউরোপ থেকে বাছাইপর্বের নয় গ্রুপের সেরা নয় দল সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকি সেরা আট রানার্সআপ খেলবে প্লে-অফ। তার মধ্যে থেকে চার দল পাবে রাশিয়া বিশ্বকাপে খেলার টিকিট।

 

সূত্র: গোলডটকম ও লাইভস্কোর

এমআর/এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি