ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

বিসিএস প্রিলির পরীক্ষার হলে করণীয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৭, ১৯ ডিসেম্বর ২০১৭

আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। এ পরীক্ষায় তিন লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেছেন। এতো প্রার্থীদের মধ্যে আপনি যদি সফল হতে চান, আপনাকে অবশ্যই কৌশলী হতে হবে। এ জন্য যথাযথভাবে কাজে লাগাতে হবে সামনের দিনগুলোকে।

এছাড়াও পরীক্ষার পূর্বের কয়েক দিন এবং পরীক্ষার হলে আপনার কী করণীয় এ ব্যাপারে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস এম জামাল হোসেন। তার দেওয়া টিপস নিয়ে লিখছেন একুশে টেলিভিশন অনলাইনের রিপোর্টার মো. মাহমুদুল হাসান ।

১) কোনোভাবেই না জানা প্রশ্নের উত্তর দেওয়া যাবে না।

২) প্রশ্নের ধরণ অর্থাৎ সহজ বা কঠিনের উপর ভিত্তি করে ১০০ থেকে ১২০ মত মার্কস পেলেই উত্তীর্ণ হওয়া যাবেন। তাই নিশ্চিত হয়ে বৃ্ত্ত বরাট করতে হবে।

৩) মনে রাখতে হবে প্রিলিমিনারি পরীক্ষাতে উত্তীর্ণ হলেই চলবে এখানে প্রথম বা দ্বিতীয় হওয়ার কিছু নেই।

৪) আর যে ক’দিন সময় রয়েছে পূর্বের পড়াগুলো ভালোভাবে রিভিশন দেওয়ার চেষ্টা করুন।

৫) সৃষ্টিকর্তার উপর সব সময় আস্থা ও বিশ্বাস রাখতে হবে।

৬) নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।

৭) কোনো প্রশ্নের উত্তর না দিতে পারলে হতাশ হওয়া যাবে না।

৮) দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে, যা আমি নিজে পারব না, তা অন্য আর কেউ পারবে না।

৯) OMR-এ নিজের রেজিস্ট্রেশন নম্বর অত্যন্ত সর্তকতার সাথে পূরণ করতে হবে।

১০) প্রশ্নপত্রের সেট কোডটি ভালোভাবে পূরণ করতে হবে।

১১) প্রথমেই সহজ এবং কমন পাওয়া প্রশ্নগুলোর উত্তর দিতে হবে।

১২) এক প্রশ্নের উত্তরের জায়গায় অন্য প্রশ্নের উত্তরপত্রের বৃত্ত বরাট করা যাবে না।

১৩) একটু পুরাতন মোটা কালির বলপয়েন্ট কলম নিয়ে যাবেন।

১৪) পিএসসি অনুমোদন করে না এমন জিনিস পরীক্ষার হলে নিয়ে যাবেন না। যেমন, মোবাইল, ক্যালকুলের, ঘড়ি ইত্যাদি।

১৫) পাশের কারো ওপর নির্ভরশীল হওয়ার দরকার নেই। এতে হিতে বিপরীত হতে পারে।

১৬) সময়ের ব্যাপারে সতর্ক থাকবেন।

১৭) প্রশ্নের সিরিয়াল অনুযায়ী বৃত্ত ভরাট শুরু করুন। গণিত ও মানসিক দক্ষতা শেষে উত্তর করা ভালো।

১৮. Attendance Sheet এ অবশ্যই Sign করবেন।

১৯. অন্যের উপকার করতে যাবেন না।

২০. পরীক্ষার আগের রাতে বেশিক্ষণ জাগবেন না।

 

 

এম/এমআর

 

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি