ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

বেপরোয়া গাড়ি চালানোর কারনেই ঈদ যাত্রায় ট্রাফিক জ্যাম বেশি হচ্ছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৮, ২২ জুন ২০১৭ | আপডেট: ১৩:৩৭, ২২ জুন ২০১৭

ভাঙ্গাচোরা মহাসড়ক, অপরিকল্পিত মোড় ও বেপরোয়া গাড়ি চালানোর কারনেই ঈদ যাত্রায় ট্রাফিক জ্যাম বেশি হচ্ছে- এমনটাই মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে হালকা যানবাহন চলাচল নিয়ন্ত্রণের পরামশও দিয়েছেন তারা।

আপনজনের সাথে ঈদ আনন্দ উদযাপন করতে নানা ভোগান্তির পরও রাজধানীবাসী বাড়ী ফেরেন। এবারের ঈদ ভরা বর্ষা মৌসুমে পড়ায় ভোগান্তি অন্য সময়ের চেয়ে হওয়ার আশংকা করছেন অনেকেই। এরইমধ্যে ইতিমধ্যে ঢাকা-টাঙ্গাইল, ঢাকা- চট্টগ্রাম, ঢাকা- ময়মনসিংহসহ বেশ কয়েকটি সড়কে ট্রাফিক জ্যামে পড়তে হচ্ছে যাত্রীদের।

তবে যত দিন পর্যন্ত মহাসড়কের মোড়গুলো পরিকল্পিতভাবে তৈরী না হবে ততদিন এই জ্যাম লেগেই থাকবে। এমনটাই বলছেন সড়ক যোগাযোগ বিশেষজ্ঞ।

আর ট্রাফিকজ্যাম কিছুটা কমাতে হলে প্রাইভেট কার, ট্রাক, লরি, মোটর সাইকেল বন্ধ রাখার পরামর্শ দেন তিনি। পাশাপাশি মহাসড়কে অভ্যস্থ নন এমন চালক অন্তত ঈদের সময় গাড়ী না চালানোর পরামর্শ তাঁর।

অবশ্য সড়ক পরিবহন ও সেতূমন্ত্রী মাঠে তৎপর মানুষের ঈদ যাত্রা নির্বিঘœ করতে। বিভিন্ন মহাসড়ক পরিদর্শনেও যাচ্ছেন তিনি।

যাত্রীদের কল্যানে ঈদের ছুটির সময় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ছুটিও বাতিল করেছে সরকার।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি