ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

ব্যাংক এশিয়ার উদ্যোগে মানিলন্ডারিং রোধবিষয়ক কর্মশালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১০, ১৩ ডিসেম্বর ২০১৭

ব্যাংক এশিয়া কর্তৃক আয়োজিত চট্টগ্রাম জেলায় অবস্থিত সব বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিদের অংশগ্রহণে ‌মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক ও বিএফআইইউ এর উপ প্রধান মোহাম্মদ মিজানুর রহমান জোদ্দার।

বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন করিব ও ব্যাংক এশিয়ার ডিএমডি ও ক্যামেলকো মোহাম্মদ বোরহানউদ্দিন, রিসোর্স পারসন্স বিএফআইইউ থেকে উপ মহাব্যবস্থাপক দুলাল চন্দ্র সরকার, যুগ্ম পরিচালক মো. খাইরুল এনাম ও উপ পরিচালক মো. রোকন উজ জামান ও ব্যাংক এশিয়ার মানিলন্ডারিং প্রতিরোধ বিভাগের প্রধান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি ক্যামেলকো মো. মুরশীদ আল আমিন উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন ব্যাংক এশিয়ার ইভিপিও আগ্রাবাদ শাখার প্রধান এ. কে. এম. সাইফুল ইসলাম চৌধুরী। বিজ্ঞপ্তি

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি