ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

ব্যাটে গেইল, বলে সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৩, ১৩ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১২:১২, ১৩ ডিসেম্বর ২০১৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের সবচেয়ে বেশি রান করেছেন ক্যারিবিয় ব্যাটিং দানব ক্রিস গেইল। আর সর্বোচ্চ উইকেট নিয়েছেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান।

এ আসরে ১১ ম্যাচে ৪৮৫ রান করেছেন গেইল। গড় ৫৩.৮৮। করেছেন ২টি সেঞ্চুরি ও ২টি অর্ধশত। হাকিয়েছেন ৪৭টি সেঞ্চুরি। রান তালিকায় গেইলের পরই আছেন আরেক ক্যারিবিয় ওপেনার এভিন লুইস। ১২ ম্যাচে তার সংগ্রহ ৩৯৬ রান। এর পরই আছেন রবি বোপারা (৩৬৫) ও তামিম ইকবাল (৩৩২)।

বোলিংয়ে শীর্ষে আছেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। ১৩ ম্যাচে সাকিব নিয়েছেন ২২ উইকেট। ১৮ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন খুলনা টাইটান্সের পেসার আবু জায়েদ। ১৬ উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানি পেসার হাসান আলী।

তবে ৪৮৫ রানের কল্যাণে টুর্নামেন্ট সেরার পুরষ্কার উঠেছে ক্রিস গেইলের হাতে।

সূত্র :  ক্রিকইনফো

//এমআর

 

 

 

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি