ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

ভলিবলে নেপালের বিপক্ষে বাংলাদেশের জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১২, ২২ এপ্রিল ২০১৮

দুই বছর পর আবারও ঢাকায় ভলিবলের আন্তর্জাতিক টুর্নামেন্ট। বঙ্গবন্ধুর নামে সেন্ট্রাল এশিয়ান পুরুষ ভলিবল প্রতিযোগিতা, যেখানে অংশ নিচ্ছে বাংলাদেশসহ আরও পাঁচটি দেশ। প্রথম আসরে কিরগিজস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, তারকাখ্যাতি পেয়েছিলেন অধিনায়ক আল জাবির। এবারের আসরে আল জাবির নেই অসুস্থতার কারণে। তার বদলে নেতৃত্বে হরশিত বিশ্বাস। উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে জয়ে দারুণ ভূমিকা রেখেছেন নড়াইলের ছেলে হরশিত, তার দারুণ সব স্ম্যাশ আর ব্লকে মিরপুরের ইনডোর স্টেডিয়ামে উল্লাসে মেতেছেন দর্শকরা।

দীর্ঘ উদ্বোধনী অনুষ্ঠানের শেষে খেলা শুরু হয় এক ঘণ্টা দেরিতে। প্রথম সেটে একটা সময় ১৭-১২ ব্যবধানে এগিয়ে থেকেও ২৬-২৪ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। প্রথম সেটটা হারের পর দলের কৌশলে কিছু পরিবর্তন আনেন বাংলাদেশের কোচ আলী পোর আরোজি। আক্রমণের বদলে ব্লকে মনোযোগী হতে বলেন শিষ্যদের, সেই সঙ্গে ফার্স্ট রিসিভটা ভালো করার কৌশল বাতলে দেন। কাজে দেয় কোচের পরামর্শ। পরের দুটি সেট বাংলাদেশ জিতে যায় বেশ বড় ব্যবধানে, ২৫-১৮ ও ২৫-১৪ পয়েন্টে। তৃতীয় সেটে বাংলাদেশ খুঁজে পায় নিজেদের সেরা সাফল্য, একটা সময় ১৪-৪ ব্যবধানে নেপালকে পেছনে ফেলার পর ২৫-১৪ পয়েন্টের বড় ব্যবধানে জিতে চতুর্থ সেটে পা রাখে বাংলাদেশ।

খেলা শুরুর আগে ছিল উদ্বোধনী অনুষ্ঠান। মিরপুর ইনডোর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন পুরুষ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।

এ ছাড়া উপস্থিত ছিলেন- বিসিবি সভাপতি নাজমুল হাসানও। ক্রিকেটের মতো ভলিবলও একদিন বাংলাদেশকে গৌরব এনে দেবে, সংক্ষিপ্ত বক্তৃতায় এমন আশাবাদই প্রকাশ করেছেন বোর্ড সভাপতি। বেলুন উড়িয়ে, ব্যান্ড বাজিয়ে উদ্বোধনী অনুষ্ঠান যেমন আনন্দ দিয়েছে, তেমনি পীড়া দিয়েছে ডিজিটাল স্কোরবোর্ডের অভাব। এমন আন্তর্জাতিক আয়োজনে ডিজিটাল স্কোরবোর্ড না থাকাটা তো বেমানানই।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি