ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

পরমাণু অস্ত্র সমৃদ্ধকরণ

ভারতকে ছাড়িয়ে গেছে পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৪, ১৯ জুন ২০১৮ | আপডেট: ১৯:৪৪, ১৯ জুন ২০১৮

পরমাণু অস্ত্র মজুদের দিক দিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে টপকে গেছে পাকিস্তান। আন্তর্জাতিক বিশ্ব পরমাণু নিরস্ত্রীকরণের উপর জোর দিলেও ভারত-পাকিস্তান ক্রমশই অস্ত্র মজুদ বাড়িয়ে চলছে। আর অস্ত্র মজুদ আর সমৃদ্ধকরণের দিক থেকে ভারতকে ছাড়িয়ে গেছে পাকিস্তান। দেশের বাজেটের সবচেয়ে বড় অংশ তারা খরচ করছে পরমাণু অস্ত্র তৈরিতে। সম্প্রতি একটি আন্তর্জাতিক সংস্থার রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রি (SIPRI) একটি রিপোর্টে জানিয়েছে, আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, ইসরায়েল এবং উত্তর কোরিয়া- এই দেশগুলি মিলিয়ে চলতি বছরের শুরুতে ১৪,৪৬৫টি নিউক্লিয়ার ওয়ারহেড ছিল। সংখ্যার বিচারে দুই বড় শক্তিধর দেশ বাদ দিলে ব্রিটেনের কাছে ২১৫টি, ফ্রান্সের কাছে ৩০০, চীনের কাছে ২৮০, ভারতের কাছে ১৩০-১৪০টি, পাকিস্তানের কাছে ১৪০-১৫০টি, ইসরায়েলের কাছে ৮০টি এবং উত্তর কোরিয়ার কাছে ১০-২০টি পরমাণু ওয়ারহেড রয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি