ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

ভারতীয় সিনেমায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৭, ১৯ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৩:৩০, ১৯ ডিসেম্বর ২০১৭

সম্প্রতি প্রকাশ করা হয়েছে বলিউডের নতুন সিনেমা ‘আইয়ারি’র পোস্টার। মহান বিজয় দিবস উপলক্ষে নতুন এ সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ করা হয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সহযোগিতা করতে আসা ভারতীয় শহীদদের ঘিরেই এর গল্প। কিন্তু সিনেমাটিতে যে বার্তা থাকছে, তা বাংলাদেশের ইতিহাসকে বিকৃতির শামিল। এমনটাই অভিযোগ উঠেছে।

সিনেমাটির গল্পে নাকি মুক্তিযুদ্ধের ইতিহাস পুরোপুরি বিকৃতি করা হয়েছে। এই সিনেমার গল্পে দেখানো হয়েছে ১৯৭১ সালে বাংলাদেশ-পাকিস্তান নয়, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছিল। আর সেই যুদ্ধে ভারতের বিজয়ের ফলে জন্ম হয় বাংলাদেশের।

গত ১৬ ডিসেম্বর ভারতের শীর্ষস্থানীয় তিন সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস ও বলিউড হাঙ্গামা ‘আইয়ারি’র পোস্টার নিয়ে পৃথক তিনটি প্রতিবেদন প্রকাশ করেছে।

সব খবরেই বলা হয়েছে, ১৯৭১ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে! ওই যুদ্ধে ভারতের সাহসী সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেই সিনেমাটি বানানো হচ্ছে।

‘আইয়ারি’র পরিচালক নিরাজ পাণ্ডেও সংবাদমাধ্যমে একই দাবি করেছেন। তিনি বলেন, ‘বিজয় দিবস আমাদের দেশের সামরিক বাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন। ১৯৭১ সালে ভারতের বিজয়ের জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের জন্য আমাদের এই শ্রদ্ধাঞ্জলি। তাই এইদিনেই পোস্টারটি ছাড়লাম। আমরা এটি উৎসর্গ করছি ভারতের সামরিক বাহিনী ও তাদের সাহসী পরিবারদের উদ্দেশ্যে।’

সিনেমাটিতে মেজর জয় বকশী চরিত্রে অভিনয় করছেন বলিউডের এ প্রজন্মের অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। তিনিই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্টারটি শেয়ার করেন।

৩২ বছর বয়সী অভিনেতা ক্যাপশনে লিখেছেন, ‘এটি তাদের জন্য যারা আমাদের জাতির তরে নিঃস্বার্থভাবে আত্মত্যাগ করেছেন।’

পোস্টারের পুরোটা জুড়েই আছে ভারতীয় পতাকা। সিনেমাটির গল্প সেনাবাহিনীর দুই কর্মকর্তাকে ঘিরে। উভয়ে দৃঢ় মনের মানুষ। কিন্তু দুই প্রজন্মের এ দুই সেনার দৃষ্টিভঙ্গি পুরোপুরি আলাদা। কিন্তু দু’জনই নিজের জায়গায় সঠিক।

‘আইয়ারি’তে আরও অভিনয় করেছেন মনোজ বাজপেই, নাসিরুদ্দিন শাহ, অনুপম খের ও অভিনেত্রী রাকুল প্রীত সিং। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আগামী বছরের ২৬ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।

উল্লেখ্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর আগেও বহুবার নানাভাবে বলিউডের সেলুলয়েডে ধরা দিয়েছে। এরমধ্যে ‌‌‘যুদ্ধশিশু’ (চিলড্রেন অব ওয়ার), ‘১৯৭১’, ‌‘১৬ ডিসেম্বর’ উল্লেখযোগ্য। আর খণ্ড চিত্রে মুক্তিযুদ্ধ দেখা গেছে ভারতীয় বাংলা ছবি ‘গহনার বাক্সে’। তবে তুমুল বিতর্কিতভাবে দেশটি ‘গুন্ডে’, ‘দ্য ঘাজি অ্যাটাক’ (তেলেগু, বলিউড), ‘১৯৭১ বিয়ন্ড বর্ডারস’ (মালায়লাম) সিনেমা নির্মাণ করেছে। যেখানে মুক্তিযুদ্ধকে ‘ভারত-পাকিস্তান যুদ্ধ’ হিসাবে উপস্থাপন করা হয়।

এসএ/

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি