ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৭, ৯ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৬:০৬, ৯ এপ্রিল ২০১৮

ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, বিজয় কেশব গোখেল ঢাকায় অবস্থানের সময় তিস্তাসহ অভিন্ন অন্যান্য নদীর পানিবন্টন এবং রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হওয়া প্রয়োজন।

সদ্য দায়িত্ব পাওয়া ভারতীয় পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখেল তিনদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছান রোববার বিকেলে। নতুন এই পররাষ্ট্র সচিবের সফরটির বাড়তি গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের কাছে।

বিশ্লেষকরা বলছেন, দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ের পাশাপাশি সফরে রোহিঙ্গা সংকট আলোচনায় ওঠা জরুরি।

দ্বিপাক্ষিক আলোচনায় অভিন্ন নদীর পানি বণ্টনের বিষয়টিকেও গুরুত্ব দেয়া প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা।

লন্ডনে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে দুই দেশের প্রধানমন্ত্রীর সাইড লাইন বৈঠক ছাড়াও চলতি বছর নরেন্দ্র মোদির ঢাকা সফরের কথা রয়েছে। এর আগে ভারতীয় পররাষ্ট্র সচিবের এই সফর দিল্লির পূর্ব প্রস্তুতিও মনে করছেন তারা।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি