ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

ভায়াগ্রায় দূর হবে অন্ধত্ব: গবেষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৯, ১৩ আগস্ট ২০১৮ | আপডেট: ১২:১৯, ১৪ আগস্ট ২০১৮

যৌন রোগের মহৌষধ হিসেবে কেউ কেউ ভায়াগ্রা ব্যবহার করে থাকেন। এটি যৌনক্ষমতা হারানো পুরুষদের কামোদ্দীপনা সৃষ্টি করে। এটি মোটামুটি সবারই জানা।

তবে নতুন তথ্য হচ্ছে অন্ধত্ব দূর হয় ভায়াগ্রায়। পরীক্ষায় দেখা গেছে ভায়াগ্রা দৃষ্টিশক্তি দুর্বল হওয়া প্রতিরোধ করে এবং যে ক্ষতি হয়েছে তা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ভূমিকা রাখে।

নিউইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এ নিয়ে দুই বছর পরীক্ষা চালিয়েছেন। তারা জানান, নীল রঙের এ ওষুধটি বয়সজনিত ম্যাকুলার অবক্ষয় বা এএমডি প্রতিরোধ করে।

এই এএমডির কারণে অন্ধত্বের মতো সমস্যা দেখা দেয়। ম্যাকুলার হলো চোখের কালো অংশে ডিম্বাকৃতির এলাকা যেটার ফলে যে কোনো দৃশ্য খুব পরিষ্কারভাবে দেখা যায়।

সাধারণত এএমডি দেখা দেয় ৫০ বছর বয়সের পরে।  ৯০ শতাংশ ক্ষেত্রে শুষ্ক এএমডি দেখা দেয়। এটা রোগের এমন একটা ধারা যেটা কয়েক বছর যাবৎ ধীরে ধীরে হয়ে থাকে। ম্যাকুলার উপরে নতুন রক্তনালী তৈরি হলে এমনটা ঘটে থাকে। এসব রক্তনালী থেকে তরল বের হতে থাকে ফলে স্কার টিস্যু আর গড়ে উঠে না এবং একসময় চোখের দৃষ্টি হারিয়ে যায়।

সূত্র: ডেইলি মেইল

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি