ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

ভূঞাপুরে রাজন হত্যায় ১২ জনের ফাঁসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৫, ৮ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:২৫, ৮ আগস্ট ২০১৭

টাঙ্গাইলের ভূঞাপুরে কলেজছাত্র রাজন হত্যার চাঞ্চল্যকর মামলায় ১২ জনের মৃত্যুদণ্ড হয়েছে। টাঙ্গাইলের বিশেষ জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান সিকদার মঙ্গলবার বেলা ১১টার দিকে এ রায় দেন।

২০১৪ সালের ১৩ এপ্রিল ভূঞাপুরের ভালকুঠিয়া গ্রামে মোহাম্মদ লাল মিয়া সরকারের ছেলে কলেজ ছাত্র রবিউল ইসলাম রাজনকে (২৪) বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়। পারিবারিক বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে। হত্যার পর রাজনের মা শাহিদা বেগম বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ ১২ আসামির ফাঁসির আদেশ দেন আদালত। পলাতক ৪ আসামি ছাড়া বাকিরা রায়ের সময় আদালতেই ছিলেন।


রায়ে সন্তোষ প্রকাশ করে রাজনের মা শাহিদা বেগম বলেন, ‘আমি ন্যায়বিচার পেয়েছি। আমার একমাত্র ছেলেকে যারা হত্যা করেছে, তাদের উপযুক্ত বিচার হয়েছে।’ বিস্তারিত আসছে…


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি