ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

ভূমিকম্পে ফের কেঁপে উঠলো লোম্বক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৬, ১৯ আগস্ট ২০১৮

ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ লোম্বোককে ফের কাঁপিয়ে দিয়ছে ভূমিকম্প। আজ রোববার ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প পর্যটন নগরীটিতে আঘাত হেনেছে। এতে ওই এলাকার বাসিন্দারা খোলা আকাশের নিচে রাস্তায় ঠাঁই নিয়েছে।

মাত্র দুসপ্তাহ আগে ইন্দোনেশিয় পরপর কয়েকটি ভূমিকম্পে অন্তত ৪০০ লোকের প্রাণহানি ঘটে। জানা যায়, পূর্ব লোম্বোকে এ ভূমিকম্পটি আঘাত হেনেছে। এদিকে নতুন করে লোম্বোক ভূমিকম্প আঘাত হানায়, ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে বেগ পেতে হচ্ছে।

এদিকে নতুন করে ভূমিকম্প আঘাত হানায় কেঁপে উঠেছে আরেক পর্যটন দ্বীপ মাতারাম। একইসঙ্গে দেশটির আরেক গুরুত্বপূর্ণ শহর বালিও ওই ভূমিকম্পে কেঁপে উঠেছে। উল্লেখ্য, গত ৫ আগস্ট ইন্দোনেশিয়ার পর্যটন নগরী লোম্বোকে ৬ দশমিক ৯ মাত্রার এক ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় চার শতাধিক মানুষের প্রাণহানি ঘটে।

এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি